ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

রাশিয়ার করোনার দ্বিতীয় টিকা শতভাগ কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৪, ১৯ জানুয়ারি ২০২১  
রাশিয়ার করোনার দ্বিতীয় টিকা শতভাগ কার্যকর

রাশিয়ার করোনার দ্বিতীয় টিকা শতভাগ কার্যকর বলে দাবি করেছে রোজপোত্রিবনাদজর নামে একটি চিকিৎসা পর্যবেক্ষক সংস্থা। টিকাটির ট্রায়ালের প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে বলে দাবি করেছে সংস্থাটি।

রাশিয়ার দ্বিতীয় এই টিকাটির নাম ইপিভ্যাককরোনা। বিস্তৃত আকারে টিকাটির তৃতীয় ধাপের ট্রায়ালের আগে এর প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের তথ্য প্রকাশ করা হয়েছে।

রোজপোত্রিবনাদজর বলেছে, ‘প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি ও প্রতিরোধমূলক কার্যকারিতা বিশ্লেষণ করে টিকাটির কার্যকারিতার তথ্য তৈরি করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের ফল অনুযায়ী, ইপিভ্যাককরোনার রোগপ্রতিরোধ ক্ষমতার কার্যকারিতা ১০০ শতাংশ।’

ট্রায়াল রেজিস্টার অনুযায়ী, ১৮ থেকে ৬০ বছর বয়সী ১০০ জনের ওপর টিকার প্রথম ও দ্বিতীয় ধাপের ট্রায়ালে নিরাপত্তা, পার্শ্বপ্রতিক্রিয়া ও রোগ প্রতিরোধ ক্ষমতার বিষয়টি পরীক্ষা করা হয়েছে।

এর আগে গত বছর রাশিয়া স্পুৎনিক ভি নামে প্রথম টিকার অনুমোদন দিয়েছিল। উৎপাদনকারী প্রতিষ্ঠান গামালিয়া ইনিস্টিটিউটের দাবি, এটি ৯২ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়