ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া ও ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৩, ২২ জানুয়ারি ২০২১   আপডেট: ০৪:৫১, ২২ জানুয়ারি ২০২১
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া ও ফিলিপাইন

এক সপ্তাহের ব্যবধানে আবারো শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশ ও ফিলিপাইন। রিখটার স্কেলে যেটার মাত্রা ছিল ৭.১। ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি কর্তৃপক্ষ। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর ইন্ডিপিডেন্ট ও আনাদোলু এজেন্সির।

দেশটির আবহাওয়া, জলবায়ু, জিওফিজিক্যাল এজেন্সি জানিয়েছে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৭টা ২৩ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। যেটার ভরকেন্দ্র ছিল সুলাওয়েসি প্রদেশের ১৩৪ কিলোমিটার উত্তর-পূর্ব দিকের মেলোঙ্গুয়ানি শহর। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫৪ কিলোমিটার গভীরে। 

এই কম্পন ফিলিপাইনেও অনুভূত হয়েছে। সেখানে এটার মাত্রা ছিল ৬.৮।

সুলাওয়েসি প্রদেশে এই কম্পনের পর মানুষ আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বাইরে অবস্থান নেয়। গেল সপ্তাহে শক্তিশালী ভূমিকম্পে ইন্দোনেশিয়ার মামুজু ও মাজনে শহরে ৯০ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিল ৭ শতাধিক। ৩০ হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে হয়েছিল।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়