ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘ধর্ষিতা হও নইলে খুন হও’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ২৩ জানুয়ারি ২০২১  
‘ধর্ষিতা হও নইলে খুন হও’

তাকিজ নদীর তীরে পরিবার ও বন্ধুদের কাছ থেকে তরুণী কফি বিক্রেতাকে ছিনিয়ে নিয়েছিল ইথিওপিয়ার এক সেনা। ওই তরুণীকে বেছে নেওয়ার দুটি ভয়ংকর প্রস্তাব দেওয়া হয়-‘ধর্ষিতা হও নতুবা আমি তোমাকে খুন করব।’

পরে ইথিওপিয়ার সংঘাতকবলিত তিগ্রে অঞ্চল থেকে পালিয়ে ওই তরুণী আশ্রয় নেয় সুদানের হামদায়েত শরণার্থী আশ্রয় শিবিরে। সেখানে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ২৫ বছরের ওই তরুণী তার ওপর পরিচালিত শান্তিতে নোবেল পাওয়া প্রধানমন্ত্রী আবি আহমেদের সেনাদের নৃশংস নির্যাতনের বিবরণ দেন।

গত বছরের ডিসেম্বরে শরণার্থী শিবিরে আশ্রয় নেয় তরুণীটি। তাকে চিকিৎসা দেওয়া ডা. তিওয়াদরস তিফিরা লাইমুহ জানান, গর্ভধারণ ঠেকাতে ওই তরুণীকে গর্ভনিরোধক পিল দেওয়া হয়েছিল। তাকে মানসিক চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে প্রধানমন্ত্রী আবি আহমেদ সরকার ও সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জাতিসংঘের বিশেষ দূত   জানিয়েছেন, ইথিওপিয়ার মধ্যে শরণার্থী শিবিরগুলোতে নারী ও কিশোরীদের বিশেষভাবে টার্গেট করা হচ্ছে। জরুরি গর্ভনিরোধক ও যৌনসংক্রামক ব্যাধির পরীক্ষার জন্য মেডিকেল সেন্টারগুলোতে চাপ বাড়ছে।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়