ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ইন্দোনেশিয়ার শরণার্থী শিবির থেকে নিখোঁজ শতাধিক রোহিঙ্গা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ২৮ জানুয়ারি ২০২১  
ইন্দোনেশিয়ার শরণার্থী শিবির থেকে নিখোঁজ শতাধিক রোহিঙ্গা

ইন্দোনেশিয়ার একটি শরণার্থী শিবির থেকে নিখোঁজ হয়েছে শতাধিক রোহিঙ্গা। ধারণা করা হচ্ছে, এরা প্রতিবেশী দেশ মালয়েশিয়ায় পালিয়ে গেছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার সিঙ্গাপুরের সংবাদমাধ্যম স্ট্রেট টাইমস এ তথ্য জানিয়েছে।

ইন্দোনেশিয়ার উত্তর উপকূলের লোকসিউমাউইর শরণার্থী শিবিরটিতে গত বছর জুন ও সেপ্টেম্বরে প্রায় ৪০০ রোহিঙ্গা শরণার্থীকে রাখা হয়েছিল। এখন সেখানে মাত্র ১১২ জন রয়েছে। অন্য শরণার্থীরা কোথায় আছে তা স্পষ্ট করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ কিংবা জাতিসংঘ।

লোকসিউমাউইর রোহিঙ্গা টাস্কফোর্সের প্রধান রিদওয়ান জামিল বলেন, ‘তারা কোথায় গেছে তা আমরা এখনও জানতে পারিনি। তবে তারা যদি কোনো সুযোগ পায় তাহলে পালাবে, কারণ এটাই তাদের লক্ষ্য।’

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র মিত্র সুরিয়োনো বলেন, ‘শিবির ত্যাগ করলে তারা কী ধরনের বিপদ ও ঝুঁকির মুখে পড়বে, এমনকি পাচারকারীদের সাহায্য নিলে কী বিপদ হবে তা বারবার মনে করিয়ে দেওয়ার পরও তারা চলে গেছে।’

তিনি বলেন, ‘তবে আমাদের মনে রাখতে হবে, মালয়েশিয়ার মতো অন্যান্য দেশে তাদের স্বজনরা রয়েছে। তাদের যাত্রা অব্যাহত রাখার এটাও একটি কারণ হতে পারে।’

অধিকার গ্রুপগুলো অবশ্য এর জন্য সরকারের নিরাপত্তা ত্রুটিকে দায়ী করছে। গত মাসে ইউএনএইচসিআরের তত্ত্বাবধানে রোহিঙ্গাদের রাখার পর শিবিরের নিরাপত্তা কমিয়ে আনা হয়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়