ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সৌদির কাছে ক্ষেপণাস্ত্র বিক্রি স্থগিত করলো ইতালি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ২৯ জানুয়ারি ২০২১  
সৌদির কাছে ক্ষেপণাস্ত্র বিক্রি স্থগিত করলো ইতালি

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে কয়েক হাজার ক্ষেপণাস্ত্র বিক্রির প্রক্রিয়া স্থগিত করেছে ইতালি। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মাইও এ তথ্য জানিয়েছেন।

ইয়েমেনে শান্তি পুনরুদ্ধার এবং মানবাধিকার রক্ষায় রোমের প্রতিশ্রুতির অংশ হিসেবে এটি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের বিরুদ্ধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই জোটের শরীক সংযুক্ত আরব আমিরাতও। এই যুদ্ধকে রিয়াদ ও তেহরানের মধ্যকার আঞ্চলিক আধিপত্য বিস্তার চেষ্টার পরিণতি হিসেবে দেখা হচ্ছে। জাতিসংঘের হিসেবে, এই যুদ্ধের কারণে চরম মানবিক সংকটে রয়েছে ইয়েমেন। দেশটির ৮০ শতাংশ জনগোষ্ঠীরই এখন মানবিক সহায়তা প্রয়োজন।

ডি মাইও এক বিবৃতিতে বলেছেন, ‘এই পদক্ষেপকে আমরা প্রয়োজনীয় বলে বিবেচনা করেছি, এটি আমাদের দেশ থেকে শান্তি আসার সুস্পষ্ট বার্তা। আমাদের কাছে মানবাধিকারকে শ্রদ্ধা জানানো অলঙ্ঘনীয় প্রতিশ্রুতি।’

দ্য ইতালিয়ান নেটওয়ার্ক ফর পিস অ্যান্ড ডিসআর্মামেন্ট জানিয়েছে, রোমের এই সিদ্ধান্তের ফলে সৌদির কাছে প্রায় ১২ হাজার ৭০০ ক্ষেপণাস্ত্র বিক্রির প্রক্রিয়া স্থগিত হলো। ২০১৬ সালে মাত্তিও রেনজির সরকার সৌদির কাছে ২০ হাজার ক্ষেপণাস্ত্র বিক্রির যে চুক্তি করেছিল এটি তারই অংশ।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়