ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনার নতুন রূপের বিরুদ্ধে কার্যকর ইরানের টিকা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৫, ৩০ জানুয়ারি ২০২১   আপডেট: ২২:৩৩, ৩০ জানুয়ারি ২০২১
করোনার নতুন রূপের বিরুদ্ধে কার্যকর ইরানের টিকা

যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন রূপের বিরুদ্ধে ইরানের উন্নয়ন করা টিকা কার্যকর বলে প্রমাণিত হয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ দাবি করেছেন।

ইরানের উন্নয়ন করা এই টিকার নাম কোভিরান বারিকাত। এই টিকার উৎপাদনের বিষয়টি দেখভাল করছেন হাসান জলিলি।

শনিবার তিনি জানিয়েছেন, স্বেচ্ছাসেবকদের দুই ডোজ করে কোভিরান বারিকাত দেওয়া হয়। পরে তাদের রক্তের নমুনা পরীক্ষা করে দেখা গেছে ভাইরাসের বিরুদ্ধে এটি কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

তিনি বলেছেন, ‘যাদেরকে ট্রায়ালে টিকা দেওয়া হয়েছিল তাদের রক্তের প্লাজমা পরীক্ষায় দেখা গেছে, এটি রূপান্তরিত ইংলিশ করোনাকে অকার্যকর করতে সক্ষম।’

ইরানের ন্যাশনাল করোনাভাইরাস টাস্কফোর্সের সদস্য মিনু মোহরাজও টিকার কার্যকারিতার এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় রূপান্তারিত ইংলিশ ভাইরাসের নমুনা দিয়েছিল, যেটি ৭০ শতাংশের বেশি সংক্রামক এবং কোভিরান বারিকাত গ্রহীতাদের প্রথম তিন জনের রক্তের প্লাজমা পরীক্ষায় দেখা গেছে, এটি পুরোপুরি নিস্ক্রিয় হয়ে গেছে।’
 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়