ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

রাশিয়ায় ৩ হাজার বিক্ষোভকারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ৩১ জানুয়ারি ২০২১   আপডেট: ০০:৫৬, ১ ফেব্রুয়ারি ২০২১
রাশিয়ায় ৩ হাজার বিক্ষোভকারী গ্রেপ্তার

রাশিয়ার কারাগারে বন্দি বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির সমর্থনে বিক্ষোভ করায় তিন হাজার মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার এক পর্যবেক্ষক এ তথ্য জানিয়েছেন।

দ্য ওভিডি ইনফো মনিটর জানিয়েছে, রাজধানী মস্কো থেকে নাভালনির স্ত্রী ইউলিয়াসহ এক হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সেন্ট পিটার্সবার্গ থেকে ৬০০, সাইবেরিয়া থেকে পাঁচ শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে ইউরালসহ বেশ কয়েকটি এলাকা থেকেও বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে পুলিশ জানিয়েছিল, বিক্ষোভের কোনো অনুমতি নেই এবং বিক্ষোভের চেষ্টা করলে ছত্রভঙ্গ করে দেওয়া হবে।

গত সপ্তাহেও নাভালনির মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছিল। ওই সময় চার হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল।

রয়টার্স জানিয়েছে, মস্কোতে অসংখ্য দোকান ও রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে এবং রাস্তায় লোক চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এছাড়া মেট্রো স্টেশনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। 

গত বছর  নার্ভ এজেন্ট ‘নোভিচক’ দিয়ে হত্যার  চেষ্টা করা হয় নাভালনিকে। জার্মানিতে কয়েক মাসের চিকিৎসা শেষে চলতি মাসের মাঝামাঝি সময় দেশে ফিরলে তাকে আটক করা হয়। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়