ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বয়স্কদের জন্য চীনের টিকার অনুমোদন দিলো ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৩, ৬ ফেব্রুয়ারি ২০২১  
বয়স্কদের জন্য চীনের টিকার অনুমোদন দিলো ইন্দোনেশিয়া

চীনের সিনোভ্যাক বায়োটেকের উন্নয়ন করা করোনার টিকা বয়স্কদের ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির খাদ্য ও ওষুধ সংস্থা বিপিওএম এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ইঙ্গিত মিলছে যে, টিকা নিয়ে আগের অবস্থান থেকে সরে এসেছে ইন্দোনেশিয়া সরকার। এর আগে জানানো হয়েছিল কেবল চিকিৎসাকর্মী ও সরকারি চাকরিজীবীদের প্রথম ধাপে টিকা দেওয়া হবে।

সিনোভ্যাকের ইন্দোনেশিয়ার অংশীদার বায়োফার্মার কাছে লিখি চিঠিতে বিপিওএম জানিয়েছে,  ‘কোভিড-১৯ মহামারিতে জরুরি পরিস্থিতি বিবেচনায় এবং ওই টিকার সুবিধা ও নিরাপত্তা বিষয়ে সীমিত তথ্য পাওয়া সাপেক্ষে বয়স্কদের জন্য সিনোভ্যাকের করোনাভ্যাক টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

ইন্দোনেশিয়ার কোভিড-১৯ টাস্কফোর্সের মুখপাত্র উইকু আদিসাসমিতো চিঠির সত্যতা নিশ্চিত করেছেন। বায়োফার্মাও চিঠি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।

ইন্দোনেশিয়ায় করোনায় এ পর্যন্ত ৩১ হাজারের বেশি মানুষ মারা গেছে। দেশটি এক বছরের মধ্যে ২৭ কোটি নাগরিকের মধ্যে ১৮ কোটিকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়