ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বেলুচিস্তানে গণকবর অনুসন্ধানে জাতিসংঘের প্রতি আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৪, ১৭ ফেব্রুয়ারি ২০২১  
বেলুচিস্তানে গণকবর অনুসন্ধানে জাতিসংঘের প্রতি আহ্বান

পাকিস্তানের গিলগিট ও বেলুচিস্তানে গণকবর অনুসন্ধানে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ভয়েস অব পিস নামের একটি সংগঠন। এ সংক্রান্ত একটি প্রস্তাব জাতিসংঘের কাছে পাঠিয়েছে সংগঠনটি।

এতে বলা হয়েছে, ‘আমরা ভয়েস ফর পিস অ্যান্ড জাস্টিস গিলগিট ও বালুচিস্তানে, বিশেষ করে খুজদার জেলায় গণকবরের উপস্থিতি তদন্তে মানবাধিকার কাউন্সিল ও জাতিসংঘের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন  ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাতে  এবং গিলগিট, বেলুচিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘন বন্ধে পাকিস্তান সরকারকে চাপ প্রয়োগের জন্য এইচআরসিকে (হিউম্যান রাইটস কমিশন) তার প্রচেষ্টা জোরদারের আহ্বান জানাচ্ছি ‘

সংগঠনটি গিলগিট-বালতিস্তানসহ জম্মু ও কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘন বন্ধে পাকিস্তানের ওপর চাপ প্রয়োগের আহ্বানও জানিয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়েছে, জম্মু ও কাশ্মিরে সন্ত্রাসী, অস্ত্র পাঠাচ্ছে পাকিস্তান। এছাড়া ওই অঞ্চলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিরোধী প্রচারণা চালাচ্ছে ইসলামাবাদ।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়