ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘বিশ্বমঞ্চে ফিরেছে আমেরিকা’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ২০ ফেব্রুয়ারি ২০২১  
‘বিশ্বমঞ্চে ফিরেছে আমেরিকা’

আমেরিকা বিশ্বমঞ্চে ফিরেছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, করোনা মহামারি মোকাবিলা, জলবায়ু পরিবর্তন ও ইরানের পারমাণবিক সংকট সমাধানে ওয়াশিংটন পুরোদমে কাজ করবে।

দায়িত্ব নেওয়ার পর প্রথম আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন ব্লিঙ্কেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের তথ্য প্রকাশ নিয়ে চীনের স্বচ্ছতার ব্যাপারেও প্রশ্ন তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

করোনার টিকা প্রকল্প নিয়ে ব্লিঙ্কেন জানিয়েছেন, জাতিসংঘের কোভাক্স টিকা প্রকল্পে ৪০০ কোটি ডলার সহায়তা দেবে।

তিনি বলেছেন, ‘বিশ্বের প্রত্যেককে টিকা না দেওয়ার আগ পর্যন্ত কেউ-ই পুরোপুরি নিরাপদ নয়। কারণ ভাইরাস থাকলে এবং বিস্তার ঘটাতে থাকলে এর রূপও বদল ঘটতে থাকবে। রূপ বদল ঘটালে এটি ফিরে আসবে এবং সব জায়গায় সংক্রমণ ঘটাবে।’

প্রসঙ্গত, ২০১৬ সালের নির্বাচনে বিজয়ের পর তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘আমেরিকা ফার্স্ট নীতি’ অবলম্বন করেছিলেন। আমেরিকাকে সবক্ষেত্রে অগ্রাধিকার দিতে গিয়ে তিনি রীতিমতো বিশ্বমঞ্চ থেকে তার দেশকে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন। 
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়