ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

রিপাবলিকান পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৫, ২৮ ফেব্রুয়ারি ২০২১  
রিপাবলিকান পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন না ট্রাম্প

রিপাবলিকান পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিবেন না সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং তিনি ২০২৪ সালে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিতে পারেন। কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে তিনি এ ঘোষণা দিতে পারেন বলে ফক্স নিউজ জানিয়েছে।

গত মাসে হোয়াইট হাউজ ছাড়ার পর দলের নেতাদের সঙ্গে খুব কমই যোগাযোগ করেছেন ট্রাম্প। এমনকি সমর্থকদের প্রতি তার বিবৃতি বা মন্তব্যের হার ছিল একেবারেই কম। রোববার কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সকে সামনে রেখে আবারও ট্রাম্পের বিষয়টি সামনে  চলে এসেছে।

সম্মেলনে ট্রাম্প যে লিখিত ভাষণ দিবেন তার কিছু অংশ ফক্স নিউজের কাছে এসেছে। দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার এবং নতুন দল গঠনের যে গুজব উঠছিল ট্রাম্প তাতে ঠান্ডা পানি ঢেলে দেবেন বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি। 

ট্রাম্পের ভাষণটি ৯০ মিনিটের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি তার বক্তৃতায় নতুন প্রেসিডেন্ট জো বাইডেনর অভিবাসনসহ বিভিন্ন নীতির কঠোর সমালোচনা করতে পারেন।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়