ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চাকরির প্রলোভনে যৌন সম্পর্ক : পদত্যাগ কর্নাটকের মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ৩ মার্চ ২০২১   আপডেট: ১৯:০৯, ৩ মার্চ ২০২১
চাকরির প্রলোভনে যৌন সম্পর্ক : পদত্যাগ কর্নাটকের মন্ত্রীর

সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে যৌন সম্পর্কে বাধ্য করার অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন ভারতের কর্নাটক রাজ্যের পানিসম্পদ মন্ত্রী রমেশ জারকিহোলি। বুধবার পদত্যাগ করলেও রমেশ দাবি করেছেন, এই অভিযোগ মিথ্যা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন জানিয়েছে, স্থানীয় টেলিভিশন চ্যানেল কান্নাডা নিউজে প্রচারিত একটি ভিডিওতে রমেশকে অজ্ঞাত এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর দক্ষিণের রাজ্যটিতে হৈ চৈ শুরু হয়ে যায়।

অভিযোগ অস্বীকার করে রমেশ বলেছেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সুস্পষ্ট তদন্ত প্রয়োজন। আমি নিরাপরাধ প্রমাণিত হবো এবং আমি এ ব্যাপারে আত্মবিশ্বাসী।’

কর্নাটকের অন্যতম প্রভাবশালী নেতা রমেশ। কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে গত বছর যে ১৭ জন বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম তিনি।

পিটিআই জানিয়েছে, বিজেপির নেতৃত্ব থেকে রমেশকে পদত্যাগ করতে বলা হয়েছে। তামিলনাড়ুসহ পাঁচটি রাজ্যের বিধানসভার এবং কর্নাটকের পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য মহাসচিব অরুন সিং।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়