ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ক্যাপিটলে হামলার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ৪ মার্চ ২০২১   আপডেট: ১৬:২০, ৪ মার্চ ২০২১
ক্যাপিটলে হামলার আশঙ্কা

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলার আশঙ্কা দেখা দিয়েছে। হুমকি মোকাবিলায় সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

৪ মার্চ মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের দিন অজ্ঞাতনামা একটি মিলিশিয়া বাহিনী হামলা চালাতে পারে বলে গোয়েন্দা তথ্য পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের গোয়েন্দা বুলেটিনে বলা হয়েছে, ‘ফেব্রুয়ারির শেষ দিকে অজ্ঞাতনামা মিলিশিয়া উগ্রপন্থীদের একটি দল ৪ মার্চ ইউএস ক্যাপিটলের নিয়ন্ত্রণে নেওয়ার ও ডেমোক্রেট আইনপ্রণেতাদের অপসারণের পরিকল্পনা করে এবং এতে হাজার হাজার মানুষকে অংশ নিতে ওয়াশিংটন ডিসিতে আসার ব্যাপারে প্ররোচিত করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিল।’

হামলার আশঙ্কায় প্রতিনিধি পরিষদের বৃহস্পতিবারের অধিবেশন বাতিল করা হয়েছে। তবে সিনেট তার এজেন্ডা অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

দুই মাস আগেই ক্যাপিটল ভবনে নজিরবিহীন হামলা চালিয়েছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। হামলায় এক পুলিশ সদস্যসহ পাঁচ জন নিহত হয়। ওই ঘটনায় প্রতিনিধি পরিষদে অভিশংষিত হয়েছিলেন ট্রাম্প। তবে সিনেটে অভিসংশন থেকে বেঁচে গিয়েছিলেন তিনি।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়