ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নিউ জিল্যান্ডে ৭.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩১, ৪ মার্চ ২০২১   আপডেট: ০২:০৫, ৫ মার্চ ২০২১
নিউ জিল্যান্ডে ৭.৩ মাত্রার ভূমিকম্প

নিউ জিল্যান্ডে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার প্রথম প্রহরে দেশটির উত্তরের দ্বীপে এই কম্পন অনুভূত হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে ভূমিকম্পের পরপর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস প্রথমে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৩ জানিয়েছিল। পরে এটি কমিয়ে ৬ দশমিক ৯ বলে জানানো হয়। ভূপৃষ্ঠ থেকে কম্পনের উৎসের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এক টুইটে জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা বলেছে, স্থানীয় সময় রাত ২টা ২৭ মিনিটে নর্থ আইল্যান্ডে ভূকম্পন অনুভূত হয়েছে। সুনামির প্রভাব নিউ জিল্যান্ডের ওপর পড়েছে কিনা জানার চেষ্টা করা হচ্ছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়