ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সুনামি সতর্কতা তুলে নিলো নিউ জিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫৭, ৫ মার্চ ২০২১   আপডেট: ০২:০৫, ৫ মার্চ ২০২১
সুনামি সতর্কতা তুলে নিলো নিউ জিল্যান্ড

নিউ জিল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দেশটির উত্তরের দ্বীপে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পরপর সুনামি সতর্কতা জারি করে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র (পিটিডব্লিউসি)।

তবে স্থানীয় সময় ভোর রাতে সুনামি সতর্কতা তুলে নেয় পিটিডব্লিউসি। তাদের পক্ষ থেকে জানানো হয়, ভূমিকম্প থেকে আর কোনো সুনামি হওয়ার আশঙ্কা নেই। যাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছিল তারা ইতোমধ্যে নিজ নিজ বাসস্থানে ফিরতে শুরু করেছে।

ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি। তবে নিউজিল্যান্ডের জাতীয় জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থার পক্ষ থেকে সর্বসাধারণকে সমুদ্র তীরবর্তী এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়