ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মিয়ানমারের শরণার্থী প্রবেশ ঠেকাতে সীমান্তে টহল জোরদার ভারতের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১০, ৫ মার্চ ২০২১  
মিয়ানমারের শরণার্থী প্রবেশ ঠেকাতে সীমান্তে টহল জোরদার ভারতের

মিয়ানমার থেকে শরণার্থী আসা ঠেকাতে সীমান্তে টহল জোরদার করেছে ভারত। কয়েক জন পুলিশ সদস্য মিয়ানমার থেকে পালিয়ে আসার পর শুক্রবার এই পদক্ষেপের কথা জানিয়েছে ভারত।

মিজোরামের চাম্পাই জেলার সরকারি কর্মকর্তা মারিয়া জুলাই টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘এখন আর আমরা কাউকে প্রবেশ করতে দিচ্ছি না।’

রাজ্যের সার্চিপ জেলার কর্মকর্তা কুমার অভিষেক শুক্রবার জানিয়েছেন, এক নারী ও এক শিশুসহ আট জন মিজোরামে প্রবেশ করেছে এবং তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমরা আশা করছি আরো লোকজন আসতে পারে।’

রাজ্যের আরেক কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি ৩০ জন পুলিশ ও তাদের পরিবারের সদস্যরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে। কড় নজরদারি এড়িয়ে তারা ভেতরে প্রবেশ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘লোকজন বিভিন্ন পথে আসছে। সীমান্তে বহু ফাঁক রয়েছে, আপনি এটি ঠেকাতে পারবেন না।’

জিজ্ঞাসাবাদে মিয়ানমারের ওই পুলিশ সদস্যরা জানিয়েছেন, তাদেরকে অভ্যুত্থান বিরোধী আন্দোলনকারীদের দমনের নির্দেশ দেওয়া হয়েছিল। তারা সেই আদেশ মানতে চাননি। আদেশ অমান্য করায় নিপীড়নের ভয়ে তারা দেশত্যাগ করেছেন। 
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়