ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নাইজেরিয়ায় করোনার টিকা প্রয়োগ শুরু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৬, ৬ মার্চ ২০২১   আপডেট: ১৩:১৯, ৬ মার্চ ২০২১
নাইজেরিয়ায় করোনার টিকা প্রয়োগ শুরু

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় শুক্রবার (৫ মার্চ) থেকে মহামারি করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। দেশটির প্রথম ব্যক্তি হিসেবে টিকা নিয়েছেন জাতীয় হাসপাতালের জ্যেষ্ঠ রেজিস্ট্রার সাইপ্রিয়ান এনগং। আজ শনিবার (৬ মার্চ) রাষ্ট্রপতি মোহাম্মাদু বুহারি ও ভাইস প্রেসিডেন্ট টিকা নিবেন। প্রেসিডেন্টশিয়াল টাস্কফোর্সের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

১০ মার্চ থেকে ৩৬টি রাজ্যের গভর্নর ও তাদের ডেপুটিরা টিকা নিতে শুরু করবেন।

গত মঙ্গলবার অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার টিকার ৩.৯৪ মিলিয়ন ডোজ নাইজেরিয়ায় পৌঁছায়। পশ্চিম আফ্রিকার দেশটির জনসংখ্যা ২০০ মিলিয়নের বেশি।

নাইজেরিয়ার রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের দেওয়া তথ্যমতে গেল ২৪ ঘণ্টায় দেশটিতে ৭০৯ জন করোনা আক্রান্ত হয়েছে। তাতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৬৭১ জন ছাড়িয়েছে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়