ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভারতে পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তাদের ফেরত চায় মিয়ানমার

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ৭ মার্চ ২০২১   আপডেট: ১৩:৩০, ৭ মার্চ ২০২১
ভারতে পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তাদের ফেরত চায় মিয়ানমার

মিয়ানমারের যেসব পুলিশ সদস‌্য ভারতে পালিয়ে গিয়ে আশ‌্রয় নিয়েছেন, সেসব পুলিশ সদস‌্যদের আবার দেশে ফেরত পাঠাতে ভারতকে আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ‌্যম সূত্রমতে, ১৯ জন পুলিশ সদস‌্য তাদের পরিবারসহ মিয়ানমারের সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিয়েছিলেন।  

ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে শনিবার (৬ মার্চ) মিয়ানমার কর্তৃপক্ষ তাদের এক চিঠিতে পুলিশ সদস‌্যদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে কথা বলেন।

গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় কর্মকর্তা জানান, আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের র্নিদেশ দিয়েছেন পুলিশ সদস‌্যদের। সেই নির্দেশ অমান‌্য করায় অত‌্যাচারের ভয়ে দেশ থেকে পালিয়েছেন তারা।

উল্লেখ‌্য,গত মাসের পয়লা  ফেব্রুয়ারি অভ‌্যুত্থানের মাধ‌্যমে সেনাবাহিনী ক্ষমতা দখল করে নেয় মিয়ানমারে। এর এক সপ্তাহ পর দেশটিতে অভ‌্যুত্থানবিরোধী বিক্ষোভ শুরু হয়। শুরুর দিকে সেনাবাহিনীরা কোনো সহিংস আচরণ না করলেও গত মাসের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত তারা সহিংসতা অব‌্যাহত রেখেছেন। এ পর্যন্ত দেশটিতে ৫৫ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

সূত্র: বিবিসি

সৌরভী/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়