ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মিয়ানমারে আটকে পড়া বিক্ষোভকারীরা মুক্তি পেয়েছেন

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২২, ৯ মার্চ ২০২১   আপডেট: ২০:৪৬, ৯ মার্চ ২০২১
মিয়ানমারে আটকে পড়া বিক্ষোভকারীরা মুক্তি পেয়েছেন

মিয়ানমারের ইয়াঙ্গুনের একটি এলাকায় নিরাপত্তা বাহিনীর হাতে আটকে পড়া অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীরা মুক্তি পেয়েছেন। সোমবার (৮ মার্চ) দেশটির সেনাবাহিনী আটক করেছিল কয়েকশ বিক্ষোভকারীকে।

মঙ্গলবার (৯ মার্চ) বিবিসির খবরে বলা হয়, একজন বিক্ষোভকারী জানান, স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে তাকে তার এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া তার সঙ্গে আরও ৪০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

ইয়াঙ্গুনের সানচুয়াং জেলার চার-রাস্তার এলাকা ছেড়ে শহরের অন‌্য কোথাও যেতে সোমবার প্রায় ২০০ জন বিক্ষোভকারীকে বাধা দেওয়া হয়েছিল।

এ ব‌্যাপারে জাতিসংঘের মহাসচিব আ‌্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, আটক করা বিক্ষোভকারীদের অধিকাংশই নারী ছিলেন যারা আন্তর্জাতিক নারী দিবসের সর্মথনে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছেন। জাতিসংঘ মিয়ানমারের জান্তা সরকারকে বিক্ষোভকারীদের ব‌্যাপারে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। সোমবার রাতে যাদের আটক করা হয়েছে, তাদের মুক্ত করে দেওয়ার আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

সৌরভী/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়