ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অমুসলমানদের প্রকাশনায় ‘আল্লাহ’ শব্দ ব্যবহারের নিষেধাজ্ঞা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ১০ মার্চ ২০২১   আপডেট: ১৮:০৮, ১০ মার্চ ২০২১
অমুসলমানদের প্রকাশনায় ‘আল্লাহ’ শব্দ ব্যবহারের নিষেধাজ্ঞা বাতিল

অমুসলমানদের প্রকাশনায় ‘আল্লাহ’ শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা সরকারি নীতি অবৈধ বলে ঘোষণা করেছে মালয়েশিয়ার একটি আদালত। বুধবার কুয়ালালামপুরের একটি আদালত এই আদেশ দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

অমুসলমানদের প্রকাশনায় ‘আল্লাহ’ শব্দ ব্যবহার নিয়ে সম্প্রতি মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ায় ধর্মীয় উত্তেজনা চলে আসছিল। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন জিল আয়ারল্যান্ড নামে এক খ্রিষ্টান। তার দাবি, কয়েক দশক ধরে চলে আসা এই বিধিনিষেধ তার সাংবিধানিক অধিকারকে খর্ব করছে।

১৯৮৬ সালে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় মালয় ভাষায় প্রকাশিত খ্রিষ্টানদের প্রকাশনাগুলোতে ‘আল্লাহ’ শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে। ২০০৮ সালে কুয়ালালামপুর বিমানবন্দরে  জিল আয়ারল্যান্ডের কাছ থেকে মালয় ভাষায় লিখিত কিছু ধর্মীয় পুস্তক ও কম্প্যাক্ট ডিস্ক উদ্ধার করে।

বুধবার জিলের আইনজীবী আন্নু শ্যাভিয়ের জানিয়েছেন, আদালত তার রায়ে জিলকে সাংবিধানিক সমতা প্রদান করেছেন এবং তিনি ধর্ম চর্চার জন্য বই-পুস্তক আমদানি করতে পারবেন বলে জানানো হয়েছে।

আন্নু বলেন, ‘আদালত ১৯৮৬ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনা অবৈধ ও অসাংবিধানিক বলে ঘোষণা করেছে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়