ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘সু চি অবৈধভাবে ৬ লাখ ডলার ও স্বর্ণ গ্রহণ করেছিলেন’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৫, ১১ মার্চ ২০২১   আপডেট: ১৫:৫৬, ১১ মার্চ ২০২১
‘সু চি অবৈধভাবে ৬ লাখ ডলার ও স্বর্ণ গ্রহণ করেছিলেন’

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চি সরকারে থাকাকালে ছয় লাখ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ ও স্বর্ণ অবৈধভাবে গ্রহণের কথা স্বীকার করেছেন। বুধবার সামরিক জান্তার এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন জানিয়েছেন, এই তথ্য যাচাই-বাছাই হয়েছে এবং এ বিষয়ে অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তিনি জানান, দুর্নীতির সঙ্গে প্রেসিডেন্ট উইন মিন্ট এবং মন্ত্রিসভার বেশ কয়েক জন সদস্য জড়িত ছিলেন। সেনাবাহিনী নির্বাচনে অনিয়মের যে অভিযোগ করেছিল সে বিষয়ে তদন্ত না করার জন্য প্রেসিডেন্ট নির্বাচন কমিশনকে প্ররোচিত করেছিলেন।

গত ১ ফেব্রুয়ারি ক্ষমতাসীন দল এনএলডিকে সরিয়ে অভ্যুত্থান ঘটায় সেনাবাহিনী। গৃহবন্দি করা হয় অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে। গত মাসে সেনাবাহিনী অভিযোগ করেছিল, সু চির বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধ রেডিও সরঞ্জাম পাওয়া গেছে। এই অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়