ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

শ্রীলঙ্কায় বোরকা নিষিদ্ধ, মাদ্রাসা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ১৩ মার্চ ২০২১   আপডেট: ০৭:৫৩, ১৪ মার্চ ২০২১
শ্রীলঙ্কায় বোরকা নিষিদ্ধ, মাদ্রাসা বন্ধ

বোরকা নিষিদ্ধ ও এক হাজারেরও বেশি মাদরাসা বন্ধ করতে যাচ্ছে শ্রীলঙ্কা। শনিবার দেশটির এক মন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী সারাথ বিরাসিকিরা জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় মুসলিম নারীর সম্পূর্ণ মুখ ঢাকা বোরকা পরা নিষিদ্ধের একটি প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। শুক্রবার তিনি এতে স্বাক্ষর করেছেন।

তিনি বলেন, ‘আগে মুসলিম নারী ও কিশোরীরা বোরকা পরতো না। এটি ধর্মীয় উগ্রপন্থার চিহ্ন, যেটি সম্প্রতি দেখা গেছে। আমরা নিশ্চিতভাবেই এটি নিষিদ্ধ করতে যাচ্ছি।’

২০১৯ সালে শ্রীলঙ্কার কয়েকটি গির্জা ও হোটেলে সন্ত্রাসীদের হামলায় ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়। ওই ঘটনার পর বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটিতে বোরকা পরার ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

বিরাসিকিরা জানিয়েছেন, জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে যাওয়ায় সরকার এক হাজারের বেশি মাদরাসা বন্ধের পরিকল্পনা করছে।

তিনি বলেন, ‘যে কেউ চাইলে স্কুল খুলে যা খুশি তাই শিশুদের শিক্ষা দিতে পারবে না।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়