ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিপ্লবের মাধ্যমে সামরিক জান্তাকে উৎখাতের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ১৩ মার্চ ২০২১   আপডেট: ০০:২৫, ১৪ মার্চ ২০২১
বিপ্লবের মাধ্যমে সামরিক জান্তাকে উৎখাতের আহ্বান

ক্ষমতাচ্যুত আইনপ্রণেতাদের নিয়ে গঠিত মিয়ানমারের বেসামরিক ছায়া সরকার সামরিক জান্তাকে বিপ্লবের মাধ্যমে উৎখাতের আহ্বান জানিয়েছে। গত পহেলা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর শনিবার প্রথমবারের মতো জনগণের উদ্দেশে তাদের বক্তব্য প্রচার করলো ছায়া সরকার।

ক্ষমতাচ্যুত দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির অন্যতম শীর্ষ নেতা মাহন উইন খাইং থান ফেসবুকে দেওয়া বিবৃতিতে বলেছেন, ‘জাতির জন্য এই সবচেয়ে কালো মুহূর্ত এবং এটি ভোরের আগ মুহূর্ত।’

গত সপ্তাহে মাহন উইনকে ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন ক্ষমতাচ্যুত আইনপ্রণেতারা। তারা ফেডারেল গণতন্ত্র ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। এ লক্ষ্যে সমর্থন আদায়ে তারা দেশের সবচেয়ে বড় সংখ্যালঘু সশস্ত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। এই সংগঠনটি মিয়ানমারের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করছে।

মাহন উইন বলেছেন, ‘একটি ফেডারেল গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে দশকের পর দশক ধরে স্বৈরশাসকের নিপীড়নের শিকার আমাদের সংখ্যালঘু সব ভাইদের সত্যিকারের প্রত্যাশা, বিপ্লবই একমাত্র পন্থা যার মাধ্যমে আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে কাজে লাগানো যাবে।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়