ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অক্সফোর্ডের টিকার নিরাপত্তা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সন্তোষ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ১৬ মার্চ ২০২১  
অক্সফোর্ডের টিকার নিরাপত্তা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সন্তোষ প্রকাশ

অক্সফোর্ড-আস্ট্রাজেনেকার টিকার নিরাপত্তা নিয়ে সন্তোষ  প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা দ্য ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ)। 

টিকা নেওয়ার পর রক্ত জমাট বাঁধার অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি দেশ টিকা দেওয়া স্থগিতের পর সংস্থাটি মঙ্গলবার বৈঠক করেছিল। ওই বৈঠকের পরই টিকার নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। অবশ্য রক্ত জমাট বাঁধার অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

সংস্থার প্রধান ইমার কুক জানিয়েছেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, টিকার উপকারিতা তার ঝুঁকিকে ছাড়িয়ে গেছে।

ইএমএ জানিয়েছে, টিকা নেওয়ার পর যে কয়জনের রক্ত জমাট বাঁধার প্রতিবেদন এসেছে তাদের সংখ্যা খুব বেশি নয়।

ইমার কুক বলেন, ‘আমরা জানি, ইউরোপীয় ইউনিয়নে হাজার হাজার মানুষের রক্ত জমাট বাঁধার সমস্যা হয়েছে। তাই আমরা জানতে চাই এটি টিকার জন্য নাকি অন্য কোনো কারণে ঘটেছে। বর্তমানে তদন্ত  চলমান থাকার পরও আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী যে, আস্ট্রাজেনেকার টিকা নেওয়ার সুবিধা কোভিড-১৯ প্রতিরোধে এবং হাসপাতালে ভর্তি ও মৃত্যু ঝুঁকিকে ছাড়িয়ে গেছে।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়