ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভারতকে ‘অতীত কবর’ দেওয়ার আহ্বান পাক সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ১৮ মার্চ ২০২১  
ভারতকে ‘অতীত কবর’ দেওয়ার আহ্বান পাক সেনাপ্রধানের

ইসলামাবাদ ও নয়াদিল্লিকে ‘অতীত কবর দিয়ে’ পারস্পরিক সহযোগিতার দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাবেদ বাজওয়া। ইসলামাবাদে এক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি এ আহ্বান জানিয়েছেন।

গত মাসে অপ্রত্যাশিতভাবেই দুই দেশ সীমান্তে যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পর পাকিস্তানের পক্ষে এই মন্তব্য এলো।

আলোচনার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা ভারতের জন্য কতো বড় বোঝা তা জানান জেনারেল বাজওয়া। আঞ্চলিক সংঘাত অবসানে ওয়াশিংটন ভূমিকা রাখছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেছেন, ‘আমরা অনুভূব করছি, এখন অতীতকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে। তবে আমাদের প্রতিবেশীকে অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে, বিশেষ করে ভারত অধিকৃত কাশ্মীরে।’

ভারত ও পাকিস্তান উভয় দেশই কাশ্মীর আধাআধি করে দখলে রেখেছে। তবে দুই দেশই কাশ্মীরের পূর্ণ দখল দাবি করছে। এর ফলে কাশ্মীর নিয়েই প্রতিবেশী দেশ দুটির অধিকাংশ সংঘাতের ঘটনা ঘটে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়