Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২০ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৪ ১৪২৮ ||  ১২ রবিউল আউয়াল ১৪৪৩

বাইডেনকে নিয়ে পুতিনের মশকরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৩, ১৮ মার্চ ২০২১   আপডেট: ২২:০০, ১৮ মার্চ ২০২১
বাইডেনকে নিয়ে পুতিনের মশকরা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে ঠাট্টা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টকে ‘হত্যাকারী’ আখ্যা দেওয়ায় বাইডেনের উদ্দেশে পুতিন বলেছেন, ‘যে যেমন অন্যকে সে তেমনই ভাবে।’

পুতিনকে নিয়ে বাইডেনের মন্তব্যের জেরে দুই দেশের মধ্যে সাম্প্রতিক কালের ইতিহাসে সবচেয়ে গুরুতর সংকটের সময় উপস্থিত হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছিল। মস্কো ইতোমধ্যে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে কড়া সতর্কবার্তা দিয়েছে।

অবশ্য বৃহস্পতিবার ক্রিমিয়ায় রুশ হস্তক্ষেপের সাত বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অবনতির সম্ভাবনা নাকচ করে দেন। 

তিনি বলেছেন, ‘আমরা সবসময় অন্যের মধ্যে নিজেদের গুণ খুঁজে পাওয়ার চেষ্টা করি। আমি মনে করি তিনিও আমাদের মতোই। নিজের মধ্যে যে দোষ রয়েছে সে অন্যের মধ্যে সেটাই খুঁজে বেড়ায়। 

বাইডেনের সুস্বাস্থ্য কামনা করে পুতিন বলেন, ‘আমি এটি বিদ্রুপ ছাড়াই বলছি, কোনো কৌতুক করেও বলছি না।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়