ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আরব দেশগুলোতে বেড়েছে করোনার সংক্রমণ ও মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৫, ২৭ মার্চ ২০২১   আপডেট: ০৮:২৯, ২৭ মার্চ ২০২১
আরব দেশগুলোতে বেড়েছে করোনার সংক্রমণ ও মৃত্যু

আরব দেশগুলোতে বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু। তিউনিসিয়া, মরোক্কো ও কুয়েত জানিয়েছে গেল ২৪ ঘণ্টায় তাদের সেখানে করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। করোনা রুখতে তারা বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়ার কথা ভাবতে শুরু করেছে। খবর আনাদোলু এজেন্সির।

তিউনিসিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন গেল ২৪ ঘণ্টায় সেখানে করোনা আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৬৮৪। নতুন করে আক্রান্ত হয়েছে ৭৪৫ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৪৮ হাজার ৭৮২ জন।

মরোক্কোতে গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৫১৪ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৯৩ হাজার ৮৬৭ জনে। মারা গেছে ৫ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৭৯৩ জন।

কুয়েতে গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১ হাজার ২৫৩ জন। আর মারা গেছে ১২ জন। আক্রান্তের সংখ্যা সেখানে বেড়ে হয়েছে ২ লাখ ২৫ হাজার ৯৮০ জন। আর মৃতের সংখ্যা হয়েছে ১ হাজার ২৭০ জন।

আরবের অন্যান্য দেশগুলোতেও এই চিত্র দেখা যাচ্ছে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়