ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মিয়ানমারে সেনাবাহিনী ‘সন্ত্রাসের রাজত্ব’ চালাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫০, ২৮ মার্চ ২০২১   আপডেট: ০৩:০৮, ২৯ মার্চ ২০২১
মিয়ানমারে সেনাবাহিনী ‘সন্ত্রাসের রাজত্ব’ চালাচ্ছে

মিয়ানমারে সেনাবাহিনী ‘সন্ত্রাসের রাজত্ব’ চালাচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই অভিযোগ করেছেন।

ব্লিঙ্কেন বলেছেন, শনিবার মিয়ানমারে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে শতাধিক মানুষকে হত্যার ঘটনাটি ‘ভয়াবহ’। 

তিনি বলেন, ‘সেনাবাহিনী সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছে। কিছু সংখ্যক মানুষের ভোগের জন্য জনগণকে আত্মত্যাগ করতে হচ্ছে।’

শনিবার মিয়ানমারে সশস্ত্র বাহিনী দিবসে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে ১১৪ জন নিহত। এই ‘হত্যাকাণ্ডে’ শিশুরাও রেহাই পায়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। রোববার এ ঘটনার নিন্দা জানিয়েছেন বিশ্বের ১২টি দেশের প্রতিরক্ষা প্রধান। 

তারা বলেছেন, ‘পেশাদার সামরিক বাহিনী তাদের আচরণে সবসময় আন্তর্জাতিক মান অনুসরণ করে এবং যে জনগণের সেবার জন্য নিয়োজিত তাদের ক্ষতি নয় বরং সুরক্ষার জন্য তারা দায়বদ্ধ।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়