ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে গুলি নিরাপত্তা বাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ২৮ মার্চ ২০২১   আপডেট: ০৭:৩৬, ২৯ মার্চ ২০২১
অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে গুলি নিরাপত্তা বাহিনীর

মিয়ানমারে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী। রোববার বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের কাছের শহর বাগোতে এই ঘটনা ঘটেছে।

রয়টার্স জানিয়েছে, তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আয়ি নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা যখন তার (নিহত ব্যক্তি) জন্য বিপ্লবী গান গাইছিলাম তখন নিরাপত্তা বাহিনী এসে আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি ছোড়ার পর আমরা দৌড়ে পালাতে শুরু করি।’

এদিকে, রোববার পৃথক ঘটনায় নিরাপত্তা বাহিনীর গুলিতে দুজন নিহত হয়েছে। এদের মধ্যে এক জন রাজধানী নেপিদুর কাছে সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে।

রয়টার্স জানিয়েছে, ইয়াঙ্গুনে রোববার বিকেল পর্যন্ত বড় আকারের বিক্ষোভ হয়নি। বিক্ষোভকারীদের আরেক কেন্দ্রস্থল মান্দালেতেও একই অবস্থা।

শনিবার মিয়ানমারে সশস্ত্র বাহিনী দিবসে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে ১১৪ জন নিহত। এই ‘হত্যাকাণ্ডে’ শিশুরাও রেহাই পায়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়