ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চীনে ফের ধুলিঝড়

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ২৮ মার্চ ২০২১   আপডেট: ১৮:১৫, ২৮ মার্চ ২০২১
চীনে ফের ধুলিঝড়

দুই সপ্তাহের ব্যবধানে চীনা রাজধানী বেইজিংয়ে ফের ভারী ধুলিঝড় হয়েছে। খরাপ্রবণ মঙ্গোলিয়া ও উত্তর-পশ্চিম চীন থেকে বয়ে আসা বাতাসের কারণে রোবাবর এই ধুলিঝড় হয়েছে বলে জানিয়েছে এএফপি।

ধুলিঝড়ের কারণে নগরীর দৃষ্টিগোচরতার মাত্রা কমে গেছে, কিছু বহুতল ভবন অস্পষ্ট হয়ে যায়।

বেইজিংয়ের কর্মকর্তার জানিয়েছেন, রোববার সকালে বাতাসের মানসূচক ৫০০ তে উঠে গিয়েছিল, যা সর্বোচ্চ। কিছু কিছু জেলায় ভাসমান কণা হিসেবে পরিচিত পিএম১০ এর মাত্রা প্রতি ঘনমিটারে ২০০০ মাইক্রোগ্রামে গিয়ে ঠেকে। এছাড়া ক্ষুদ্র কণা পিএম ২.৫ এর মাত্রা প্রতি ঘনমিটারে ৩০০ মাইক্রোগ্রামে পৌঁছায়। এটি চীনের গ্রহণযোগ্য মাত্রার চেয়ে অনেক গুণ বেশি। দেশটিতে পিএম ২.৫ এর গ্রহণযোগ্য মাত্রা ৩৫ মাইক্রোগ্রাম। 

ধুলিঝড়ের পূর্বাভাস দিয়ে চীনের আবহাওয়া বিভাগ শুক্রবারই হলুদ সতর্কবার্তা জারি করেছিল। প্রতিকূল আবহাওয়ার কারণে আগামী এপ্রিলে বেইজিংয়ে আরও ধুলিঝড় হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়