ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

পাকিস্তানের রাষ্ট্রপতি করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:১৩, ৩০ মার্চ ২০২১   আপডেট: ১৪:৩২, ৩০ মার্চ ২০২১
পাকিস্তানের রাষ্ট্রপতি করোনায় আক্রান্ত

পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাত্তাকও।

সোমবার (২৯ মার্চ) এক টুইট বার্তায় করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপতি নিজেই।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেন, ‘আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। আল্লাহ সকল আক্রান্তদের প্রতি দয়া বর্ষণ করুক। আমি গেল ১৫ মার্চ করোনার টিকার প্রথম ডোজ নিয়েছি। তবে দ্বিতীয় ডোজ নেওয়ার পর অ্যান্টিবডি তৈরি শুরু হবে। যেটা আরও এক সপ্তাহ পর নিবো। দয়া করে সবাই সতর্ক থাকুন।’

প্রতিরক্ষামন্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ধু প্রদেশের গভর্নর ইমরান ইসমাইল।

চলতি মাসের শুরুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী করোনা আক্রান্ত হন। এবার রাষ্ট্রপতি ও প্রতিরক্ষামন্ত্রীও আক্রান্ত হলেন।

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সোমবার দেশব্যাপী জনসমাগম নিষিদ্ধ করেছে পাকিস্তান। দেশটিতে এ পর্যন্ত ৬ লাখ ৫৯ হাজার ১১৬ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৪ হাজার ২৫৬ জন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়