ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

উত্তর কোরিয়া ছেড়েছেন অধিকাংশ বিদেশি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ৩ এপ্রিল ২০২১  
উত্তর কোরিয়া ছেড়েছেন অধিকাংশ বিদেশি

করোনার কড়া বিধিনিষেধের কারণে উত্তর কোরিয়ায় অধিকাংশ বিদেশি কূটনৈতিক মিশন বন্ধ হয়ে গেছে। সম্প্রতি পিয়ংইয়ংয়ে রুশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

ফেসবুকে দেওয়া এক পোস্টে রুশ দূতাবাস জানিয়েছে, গত ১৮ মার্চ ৩৮ জন বিদেশি উত্তর কোরিয়া ছেড়ে গেছে। তারা দুই সপ্তাহের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার পর বৃহস্পতিবার চীনে প্রবেশের অনুমতি পেয়েছে।

ওই পোস্টে বলা হয়েছে, ইতেমাধ্যে ব্রিটেন, ভেনেজুয়েলা, ব্রাজিল, জার্মানি, ইতালি, নাইজেরিয়া, পাকিস্তান, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, সুইডেন, সুইজারল্যান্ড ও ফ্রান্সের মিশনগুলোর ভবনের গেটে তালা ঝুলতে শুরু করেছে ;  আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর বিদেশি কর্মীরা দেশ ছেড়েছেন।’

এক ফরাসি  কূটনৈতিক সূত্র বলেছে, ‘২০২০ সালের জানুয়ারির শেষে উত্তর কোরিয়ার কঠোর পদক্ষেপগুলোর কারণে, যেগুলো বিশেষ করে বিদেশি প্রতিনিধিদের টার্গেট করা হয়েছে এবং গুরুতরভাবে কর্মকাণ্ড ব্যাহত করছে, ফ্রান্স তার সহযোগী ইউরোপীয় অংশীদারদের সঙ্গে সামায়িকভাবে ফ্রেঞ্চ কোঅপারেশেন দপ্তর বন্ধ করে দিয়েছে, পিয়ংইয়ং বিধিনিষেধ শিথিল না করা পর্যন্ত এটি বন্ধ থাকবে।’

রুশ দূতাবাস জানিয়েছে, উত্তর কোরিয়ায় এখন ২৯০ জনেরও কম বিদেশি রয়েছেন। 

বিবৃতিতে দূতাবাস বলেছে, ‘লোকজনের উত্তর কোরিয়া ত্যাগের কারণ বোধগম্য-সবাই অপ্রত্যাশিত বিধিনিষেধ মানতে পারবেন না, ওষুধ ও স্বাস্থ্য সমস্যা সমাধানে সংকটসহ প্রয়োজনীয় দ্রব্যের তীব্র অভাবের মধ্যে অনেকে টিকে থাকতে পারবেন না।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়