ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ৪৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৯, ৪ এপ্রিল ২০২১  
ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ৪৪ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। রোববার সকালে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ ফ্লোরেস আইল্যান্ডে এ ঘটনা ঘটেছে।

রোববার ইস্টার সানডে উদযাপন শুরুর কয়েক ঘণ্টা আগে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এর ফলে ক্যাথলিক খ্রিষ্টান ধর্মাবলম্বী অধ্যুষিত দ্বীপটিতে হঠাৎ বন্যা দেখা দেয়। বন্যার তীব্রতায় বেশ কিছু সেতু ও সড়ক বিধ্বস্ত হয়েছে। অনেক বাড়িঘর কাদামাটিতে তলিয়ে গেছে।

জাতীয় দুর্যো প্রশমন সংস্থার মুখপাত্র রাদিতে জাতি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘৪৪ জন মারা গেছে এবং ৯ জন আহত হয়েছে। অনেকে এখনও কাদার নিচে আটকা পড়ে আছে।’

উদ্ধারকারীদের আশঙ্কা, মৃতের সংখ্যা বাড়তে পারে। প্রবল বৃষ্টি ও স্রোতের কারণে প্রত্যন্ত অঞ্চলটিতে উদ্ধারকারীদের পৌঁছতে দেরি হচ্ছে।

জাতি জানিয়েছেন, আগামী সপ্তাহগুলোতে আরও প্রবল বৃষ্টিপাত হতে পারে।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়