ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

চীনা কারখানায় বিক্ষোভকারীদের আগুন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ৭ এপ্রিল ২০২১   আপডেট: ১৮:৫৮, ৭ এপ্রিল ২০২১
চীনা কারখানায় বিক্ষোভকারীদের আগুন

মিয়ানমারে চীনের মালিকানাধীন একটি কারখানায় অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। তারা  চীনা পতাকাও পুড়িয়েছে। বুধবার বৃহত্তম শহর ইয়াঙ্গুনে এ ঘটনা ঘটেছে।

এদিকে, একই দিন নিরাপত্তা বাহিনীর গুলিতে ১০ বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর ৫৮০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর গুলি ও নির্যাতনে। দেশটিতে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ ও ধর্মঘট চলছে দুই মাসের বেশি সময় ধরে। 

স্থানীয় এক বাসিন্দা রয়টার্সকে জানিয়েছেন, বুধবার ইয়াঙ্গুনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর কালিতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে নিরাপত্তা বাহিনী। এতে আট জন নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছেন বলে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে।

মিয়ানমার নাউ নামে একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ইয়াঙ্গুনের কাছের শহরতলি বাগোতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছে।

এদিকে, ইয়াঙ্গুনে চীনা মালিকানাধীন জেওসি গার্মেন্ট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড ঘটেছে। তাৎক্ষনিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ইয়াঙ্গুনের পাশের আরেকটি শহরে বিক্ষোভকারীরা চীনা পতাকায় অগ্নিসংযোগ করেছে। 

প্রসঙ্গত, মিয়ানমারের সামরিক জান্তাকে সমর্থন দিয়ে যাচ্ছে চীন। গত মাসে ইয়াঙ্গুনে বিক্ষোভকারীরা চীনের বিনিয়োগ করা ৩২টি কারখানায় অগ্নিসংযোগ করেছিল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়