ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর যুক্তরাজ্যে ১৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৫, ৭ এপ্রিল ২০২১   আপডেট: ২৩:০২, ৭ এপ্রিল ২০২১
আস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর যুক্তরাজ্যে ১৯ জনের মৃত্যু

যুক্তরাজ্যে অক্সফোর্ড-আস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর রক্ত জমাট বাঁধার ৭৯টি ঘটনা ঘটেছে। এদের মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এ তথ্য জানিয়েছে।

ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রণ সংস্থা এমএইচআরএ সংবাদ সম্মেলনের প্রধান নির্বাহী জুন রাইন বলেছেন, ‘৩১শে মার্চের মধ্যে দুই কোটি ডোজেরও বেশি টিকা দেওয়া হয়েছে, আমাদের কাছে ৭৯টি ঘটনার খবর এসেছে, ১৯ জন মারা গেছে।’

এর আগে গত সপ্তাহে জানানো হয়েছিল, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর রক্ত জমাট বেঁধে যুক্তরাজ্যে সাত জনের মৃত্যু হয়েছে। একই সময় নেদারল্যান্ডসে মারা গেছে এক নারী। এসব ঘটনায় নেদারল্যান্ডস ও জার্মানিতে আস্ট্রাজেনেকার টিকা দেওয়া সাময়িকভাবে বন্ধ রাখে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়