ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

টিকার ২ ডোজ নেওয়ার ১ মাস পর করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ৯ এপ্রিল ২০২১  
টিকার ২ ডোজ নেওয়ার ১ মাস পর করোনায় আক্রান্ত

ভারতের পশ্চিমবঙ্গে টিকার দুই ডোজ নেওয়ার এক মাস পর করোনায় আক্রান্ত হয়েছেন এক চিকিৎসক। শুক্রবার কলকাতার সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন এ তথ্য জানিয়েছে।

ওই চিকিৎসক আহমেদ ডেন্টাল কলেজের সহকারী অধ্যক্ষ। তার নাম তন্ময় ঘোষ। একমাস আগেই কোভিশিল্ডের দু’টি ডোজ নিয়ে ফেলেছিলেন তিনি।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বঙ্গীয় শাখার সম্পাদক ডা. রাজু বিশ্বাস বলেন, ‘টিকাকরণ শুরু হওয়ার পর আমরা আশ্বস্ত হয়েছিলাম। কিন্তু টিকার দুটি ডোজ নেওয়ার এক মাস পরেও কীভাবে করোনা আক্রান্ত হলেন ডেন্টাল কলেজের সহকারী অধ্যক্ষ?’

জনস্বাস্থ্য কর্মকর্তা অনির্বাণ দোলুই অবশ্য বলেছেন, ‘ভ্যাকসিন নেওয়ার পরেও কোভিড আক্রান্ত হতে পারেন। এরকম ঘটনা অন্যত্রও ঘটেছে। আতঙ্কের কিছু নেই। ভ্যাকসিন নেওয়ার পর কিছু বিধিনিষেধ রয়েছে, সেগুলি না মানলে ফের আক্রান্ত হতে পারেন।’

তিনি জানান, টিকা তাৎক্ষণিকভাবে কাজ করে না। এই টিকা নেওয়ার পর এক সপ্তাহ পযর্ন্ত সাবধানতা চালিয়ে যাওয়া দরকার। টিকা রোগ প্রতিরোধের বিরুদ্ধে কাজ করে, এটি শরীরে ভালো প্রতিরোধ ক্ষমতা তৈরিতে কাজ করে। তবে এই সব কিছুর জন্য কয়েক সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে। 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়