ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

প্রিন্স ফিলিপের মৃত্যু : জোড়া লাগতে পারে রাজপরিবারের ভাঙন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১০, ১১ এপ্রিল ২০২১   আপডেট: ২১:১১, ১১ এপ্রিল ২০২১
প্রিন্স ফিলিপের মৃত্যু : জোড়া লাগতে পারে রাজপরিবারের ভাঙন

প্রিন্স হ্যারির সঙ্গে মার্কিন অভিনেত্রী মেগান মের্কেলের বিয়ের কয়েক মাস পর রাজপরিবারে ভাঙনের সুর বাজতে শুরু করেছিল। হ্যারি-মেগান দম্পতি শেষ পর্যন্ত রাজপরিবারেই ছাড়েননি, রাজখেতাবও ত্যাগ করেছিলেন। সম্প্রতি টেলিভিশন সাক্ষাৎকারে রাজপরিবারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ করেছেন মেগান। এ নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি।

হ্যারির দাদা প্রিন্স ফিলিপ শুক্রবার মারা গেছেন। তার মৃত্যুতে স্বাভাবিকভাবেই রাজপরিবার শোকাভিভূত। শোকের সময় পরস্পরকে সান্ত্বনা জানানো হতে পারে রাজপরিবারের ভাঙনকে জোড়া লাগানোর ভালো সুযোগ।  সাবেক প্রধানমন্ত্রী জন মেজর বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে রোববার এ কথা বলেছেন।

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও হ্যারির অভিভাবকত্ব গ্রহণ করেছিলেন জন মেজর। রাজপরিবারের শোকের এই সময়টিতে দুই ভাইয়ের মধ্যকার ভাঙন জোড়া লাগবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

জন মেজর বলেন, ‘তারা (উইলিয়াম ও হ্যারি) আবেগ ভাগাভাগি করে পরস্পরের সঙ্গে। দাদার মৃত্যুতে তারা এখন শোক ভাগাভাগি করছে। আমি মনে করি এটা সেরা সময়। যে কোনো ভাঙন থাকলে তা সংশোধন করা সম্ভব বলে আমি খুবই আশাবাদী।’
 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়