ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘সিরিয়ার মতো সংঘাতের দিকে যাচ্ছে মিয়ানমার’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ১৩ এপ্রিল ২০২১  
‘সিরিয়ার মতো সংঘাতের দিকে যাচ্ছে মিয়ানমার’

জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান মিশেল ব্যাচেলেট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মিয়ানমারে সম্ভবত মানবতার বিরুদ্ধে অপরাধ ঘটছে। দেশটি সিরিয়ার মতো বিধ্বংসী সংঘাতের দিকে যাচ্ছে। 

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই সতর্কবার্তা দিয়েছেন।

গত পহেলা ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে সেনাবিরোধী বিক্ষোভে সাত শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে। বিক্ষোভ দমনে সেনাবাহিনী ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করছে। 

এক বিবৃতিতে মিশেল ব্যাচেলেট বলেছেন, অভ্যুত্থানের পেছনে থাকা সেনা কর্মকর্তাদের উচিত নিজেদের লোকদের বিরুদ্ধে পরিচালিত দমন অভিযান ও হত্যা বন্ধ করা।

তিনি বলেছেন, ‘আমি মিয়ানমারের পরিস্থিতি পূর্ণ সংঘাতে দিকে যাওয়ার আশঙ্কা করছি। সিরিয়ায় এবং অন্য কোথাও অতীতে যেসব মারাত্মক ভুল হয়েছে দেশটির তা পুনরাবৃত্তি করা উচিত নয়।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়