ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

তাইওয়ানে আগুন নিয়ে খেলতে এসো না: যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩১, ১৪ এপ্রিল ২০২১   আপডেট: ০১:৫৩, ১৪ এপ্রিল ২০২১
তাইওয়ানে আগুন নিয়ে খেলতে এসো না: যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করা চীন মঙ্গলবার (১৩ এপ্রিল) যুক্তরাষ্ট্রকে এক হুঁশিয়ারি দিয়েছে।

তাইওয়ানের সাথে মার্কিন কর্মকর্তাদের সাক্ষাতে ওয়াশিংটনের ইস্যু করা নতুন নির্দেশনার পরপরই চীন যুক্তরাষ্ট্রকে তাইওয়ানে আগুন নিয়ে খেলা বন্ধ করতে বলছে। বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

তাইওয়ান দ্বীপকে কেন্দ্র করে চীনের সামরিক কর্মকান্ডের পরে মার্কিন যুক্তরাষ্ট্র স্বশাসিত তাইওয়ানের সাথে সম্পর্ক গভীরে সিদ্ধান্ত নেয় শুক্রবার।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান জানান, এতে তারা যুক্তরাষ্ট্রের প্রতি ভীষণ অসন্তোষ প্রকাশ করেছেন।

এসময় দেশটি তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে খেলা না করে আহ্বান জানিয়েছে এবং যুক্তরাষ্ট্র ও তাইওয়ান কর্মকর্তাদের মধ্যে যেকোনো রকমের যোগাযোগ করা দূরে থাকতে বলেছে।

ঢাকা/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়