ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কিউবায় শেষ হচ্ছে কাস্ত্রো পরিবারের যুগ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ১৭ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:০৯, ১৭ এপ্রিল ২০২১
কিউবায় শেষ হচ্ছে কাস্ত্রো পরিবারের যুগ

কিউবায় ছয় দশক পর শেষ হচ্ছে কাস্ত্রো পরিবারের যুগ। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতা রাউল কাস্ত্রো দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার দলের কংগ্রেসে নতুন নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

চার দিনের কংগ্রেসে ৮৯ বছরের রাউল বলেছেন, নতুন নেতৃত্বকে হতে হবে দলের প্রতি অনুগতশীল এবং শীর্ষ পর্যায়ে কাজ করার কয়েক দশকের অভিজ্ঞতা সম্পন্ন। একইসঙ্গে তাকে হতে হবে ‘আবেগ এবং সাম্রাজ্যবাদবিরোধী চেতনায় পূর্ণ।

এর আগে ২০১৬ সালে রাউল কাস্ত্রো জানিয়েছিলেন, এবারই তিনি শেষবারের মতো দলের নেতৃত্বে থাকবেন। ২০১৮ সালে ৬০ বছর বয়সী মিগুয়েল দিয়াজ-ক্যানেলের কাছে ২০১৮ সালে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর করেছিলেন রাউল।  আশা করা যাচ্ছে, মিগুয়েলই এবার কমিউনিস্ট পার্টিকে নেতৃত্ব দেবেন। 

১৯৫৯ সালে এক বিপ্লবের মাধ্যমে কিউবার ক্ষমতায় আসে রাউলের ভাই ফিদেল কাস্ত্রের নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি। ২০০৬ সালে রাউলের হাতে সাময়িক শাসনভার দিয়ে একটি জরুরি অস্ত্রোপচারে যান তিনি। ২০০৮ সালের গোড়ার দিকে অবসরে যাওয়ার ঘোষণা দেন ফিদেল। এরপর থেকে দল ও দেশের নেতৃত্বে ছিলেন রাউল কাস্ত্রো।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়