ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সম্পর্ক মেরামতে আলোচনার টেবিলে সৌদি ও ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ১৮ এপ্রিল ২০২১  
সম্পর্ক মেরামতে আলোচনার টেবিলে সৌদি ও ইরান

সম্পর্ক মেরামতে সরাসরি আলোচনা বসেছিলেন আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনার বিষয়টি জানেন এমন কর্মকর্তাদের বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস এ তথ্য জানিয়েছে।

কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার চার বছর পর গত ৯ এপ্রিল ইরাকের রাজধানী বাগদাদে দুই দেশের কর্মকর্তাদের প্রথম দফা আলোচনা হয়েছে। সেখানে সৌদি আরবে ইরান সমর্থিত ইয়েমেনের হুতিদের হামলার ইস্যু নিয়েও আলোচনা হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানিয়েছেন, সৌদি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির গোয়েন্দা প্রধান খালিদ বিন আলি আল-হুমাইদান। ওই আলোচনার পর পরবর্তী বৈঠকের তারিখও নির্ধারণ হয়েছে।

এ ব্যাপারে সৌদি কর্তৃপক্ষ কিংবা ইরানি কর্মকর্তাদের মন্তব্য পাওয়া যায়নি।

ইরাকের প্রধানমন্ত্রী  মুস্তফা আল কাদহিমি গত মাসে সৌদি আরব সফর করেছিলেন। ওই সময় তিনি রিয়াদ ও তেহরানের আলোচনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, 'আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী এই শক্তিধর দেশগুলোর মধ্যে ইরাককে সেতুবন্ধন হিসেবে ব্যবহারে তীব্র আগ্রহী ছিলেন প্রধানমন্ত্রী।'

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়