Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২১ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৫ ১৪২৮ ||  ১৩ রবিউল আউয়াল ১৪৪৩

ইরানে ৫.৯ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ১৮ এপ্রিল ২০২১   আপডেট: ২০:৪১, ১৮ এপ্রিল ২০২১
ইরানে ৫.৯ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বুশেহরে এই ভূমিকম্প হয়েছে বলে রোববার সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে।

ইরানের ভূকম্পন সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১১টা ১১ মিনিটে বন্দর নগরী জিনাভেহর ২৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূকম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পে পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ভূমিকম্পের পর কয়েকটি আফটার শকহ অনুভূত হয়েছে। এর ফলে ওই এলাকার বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ভূকম্পনের কেন্দ্রস্থল থেকে ১০০ কিলোমিটার দূরে বুশেহর পারমাণবিক কেন্দ্রে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান বলেছেন, ‘জেনাভেহ এলাকার পানি, বিদ্যুৎ টেলিযোগাযোগ ও গ্যাস অবকাঠামোর হালকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং এগুলোর মেরামত করা হয়েছে।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়