ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লিবিয়া উপকূলে নৌকা ডুবে শতাধিক শরণার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ২৩ এপ্রিল ২০২১  
লিবিয়া উপকূলে নৌকা ডুবে শতাধিক শরণার্থীর মৃত্যু

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকা ডুবে শতাধিক শরণার্থীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অনলাইন এই তথ্য জানিয়েছে।

ইউরোপীয় দাতব্য সংস্থা এসওএস মেডিটারেন বৃহস্পতিবার জানিয়েছে, রাবারের নৌকাটিতে ১৩০ জন যাত্রী ছিল। লিবিয়া উপকূলে আন্তর্জাতিতক জলসীমায় এটি বিপদে পড়েছে বলে বুধবার খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়।

উদ্ধারকারী দল ওসেন ভাইকিংয়ের সমন্বয়ক লুইসা আলবেরা বলেছেন, ‘আমরা ঘটনাস্থলে আজ পৌঁছার পর জীবিত কাউকে পাইনি। তবে ১০টি মৃতদেহ ডুবন্ত নৌকার আশেপাশে দেখতে পেয়েছি। আমাদের হৃদয় ভেঙে গেছে।’

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান কর্মকর্তা ইউজিনিও আমব্রসি জানিয়েছেন, এ ঘটনায় অন্তত ১০০ জনের প্রাণহানি ঘটেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়