ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সহিংসতা বন্ধে মিয়ানমারের সেনাপ্রধানকে আসিয়ান নেতাদের চাপ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৩, ২৪ এপ্রিল ২০২১  
সহিংসতা বন্ধে মিয়ানমারের সেনাপ্রধানকে আসিয়ান নেতাদের চাপ

মিয়ানমারে নির্বিচারে মানুষ হত্যা বন্ধ ও রাজনৈতিক বন্দীদের দ্রুত মুক্তির দাবিতে সামরিক বাহিনীর প্রধান জেনারেল মিন অং হ্লাইংকে চাপ দিয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের নেতারা। অবশ্য জান্তা প্রধান বেসামরিক নাগরিক হত্যা বন্ধের বিষয়ে সুস্পষ্ট কোনো প্রতিশ্রুতি দেননি বলে জানিয়েছে রয়টার্স। 

শনিবার ইন্দোনেশিয়ায় আসিয়ান সম্মেলনে যোগ দেন মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর এটাই তার প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর।

বৈঠকের পর এক বিবৃতিতে আসিয়ান নেতারা মিয়ানমারের পরিস্থিতি উন্নয়নে পাঁচটি বিষয়ে একমত হয়েছেন। এর মধ্যে রয়েছে, অবিলম্বে সহিংসতা বন্ধ এবং আসিয়ান প্রতিনিধিদের উপস্থিতিতে সামরিক ও বেসামরিক নেতাদের মধ্যে সংলাপ।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন বলেছেন, ‘এটা আমাদের প্রত্যাশার বাইরে। আমরা তার পক্ষে খুব বেশি অভিযোগ না করার চেষ্টা করেছি। কারণ এগুলো (সহিংসতা) কারা ঘটাচ্ছে আমরা তার পরোয়া করি না।’

তিনি বলেন, ‘আমরা শুধু সহিংসতা বন্ধের  জন্য চাপ দিয়েছি। এটা তার জন্য সমস্যা সৃষ্টির আরেকটি দিক। তবে সহিংসতা যে বন্ধ করা উচিত সে বিষয়ে তিনি ঐক্যমত হয়েছেন।’

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হেসেইন লু বলেছেন, ‘আমাদের কথা তিনি শুনেছেন বলে জানিয়েছেন, যে বিষয়গুলো সাহায্যকর বলে বিবেচিত হবে সেগুলো তিনি গ্রহণ করতে পারেন বলে জানিয়েছেন।’

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, ‘মিয়ানমারের পরিস্থিতি অগ্রহণযোগ্য। এটি হওয়া উচিত নয়। সহিংসতা বন্ধ করতে হবে, মিয়ানমারে গণতন্ত্র, স্থিতিশীলতা ও শান্তি অবিলম্বে ফিরিয়ে আনতে হবে। মিয়ানমারের জনগণের স্বার্থকে সবসময় অগ্রাধিকার দিতে হবে।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়