ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মিয়ানমারে সিরিজ বোমা হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ৪ মে ২০২১   আপডেট: ২১:১৯, ৪ মে ২০২১
মিয়ানমারে সিরিজ বোমা হামলায় নিহত ৫

মিয়ানমারে সিরিজ বোমা হামলায় পাঁচ জন নিহত হয়েছে। এদের মধ্যে গৃহবন্দি নেতা অং সান সু চির দল এনএলডির এক স্থানীয় কাউন্সিলর রয়েছেন। মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার নাউ এ তথ্য জানিয়েছে।

মিয়ানমার নাউ জানিয়েছে, সোমবার বিকেলে বাগো অঞ্চলে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে একটি পার্সেল বোমা ছিল। বোমা বিস্ফোরণে নিহতদের মধ্যে অসহযোগ আন্দোলনে যোগ দেওয়া তিন পুলিশ সদস্যও রয়েছেন।

গত ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত পার্লামেন্ট সদস্য ও অসহযোগ আন্দোলনে যোগ দেওয়া পুলিশ সদস্যরা বাগোর বিভিন্ন গ্রামে অবস্থান করছিলেন। যে গ্রামবাসী পুলিশ সদস্যদের গ্রামে নিয়ে গিয়েছিলেন বোমা বিস্ফোরণে তিনিও নিহত হয়েছেন। কে বা কারা এই হামলা চালিয়েছে তা জানা যায়নি।

মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এমন একটি সংস্থা জানিয়েছে, অভ্যুত্থানের পর এ পর্যন্ত ৭৬৬ জন নিরাপত্তা বাহিনীর গুলি ও নির্যাতনে নিহত হয়েছে। এছাড়া বন্দি করা হয়েছে তিন হাজার ৬১৪ জন বিক্ষোভকারীকে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়