ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জাতীয় ঐক্যের সরকারকে সন্ত্রাসী আখ্যা মিয়ানমারের সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫১, ৮ মে ২০২১  
জাতীয় ঐক্যের সরকারকে সন্ত্রাসী আখ্যা মিয়ানমারের সেনাবাহিনীর

মিয়ানমারের জাতীয় ঐক্যের সরকারকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যা দিয়েছে মিয়ানমারে ক্ষমতাসীন সামরিক জান্তা। সামরিক সরকারের বিপক্ষে ক্ষমতাচ্যুত এনএলডিসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের নিয়ে গঠিত এই সরকারকে মিয়ানমারে বোমা হামলা, সহিংসতা ও হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়েছে। 

শনিবার সরকারি সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

পহেলা ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। গৃহবন্দি করা হয় এনএলডির নেতা অং সান সু চিকে। এরপর থেকে দেশটিতে সেনাবিরোধী বিক্ষোভ চলছে। নিরাপত্তা বাহিনীর নির্যাতন ও হামলায় এ পর্যন্ত সাত শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে প্রতিদিনই বোমা হামলার ঘটনা ঘটছে। বিভিন্ন স্থানে সেনাবাহিনীকে প্রতিহত করতে স্থানীয় সশস্ত্র দল গড়ে তুলেছেন।

শনিবার সরকারি টেলিভিশন চ্যানেল এমআরটিভিতে বলা হয়েছে, ‘তাদের (জাতীয় ঐক্যের সরকার) কর্মকাণ্ড বিভিন্ন স্থানে অনেক বেশি সন্ত্রাসমূলক। বোমা, অগ্নিকাণ্ড, হত্যা ও হুমকির কারণে সরকারের প্রশাসনিক প্রক্রিয়াকে তারা ধ্বংসের হুমকি দিচ্ছে।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়