Risingbd Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ১৮ জুন ২০২১ ||  আষাঢ় ৬ ১৪২৮ ||  ০৬ জিলক্বদ ১৪৪২

নিউইয়র্কে দুইগ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ৯ মে ২০২১   আপডেট: ১১:৩৯, ৯ মে ২০২১
নিউইয়র্কে দুইগ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে শিশুসহ ৩ জন। স্থানীয় সময় শনিবার (৮ মে) টাইমস স্কয়ারে হয় এ ঘটনা। 

রোববার (৯ মে) সিএনএন এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

খবরে বলা হয়, দেশটির কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে হঠাৎ সংঘর্ষে জড়িয়ে পড়ে ৫ থেকে ৬ জন। তাদের সবার হাতেই ছিল বন্দুক। সংঘর্ষের কারণ সম্পর্কে এখনও কিছু জানায়নি পুলিশ। সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, আহতদের একজন চার বছরের শিশু ও অপর দুজন নারী।  স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে তাদের।  তবে আহতরা কেউ ঘটনার সাথে সংশ্লিষ্ট নয়।

সাথী/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়