ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনায় আক্রান্তের পর ৮ মাস দেহে অ্যান্টিবডি থাকে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৭, ১১ মে ২০২১  
করোনায় আক্রান্তের পর ৮ মাস দেহে অ্যান্টিবডি থাকে

কোভিড-১০ এ আক্রান্তের পর অন্তত আট মাস পর্যন্ত দেহে অ্যান্টিবডি থাকে। মঙ্গলবার ইতালির গবেষকরা এ তথ্য জানিয়েছেন। 

মিলানের সান রাফায়েলের গবেষকরা এক বিবৃতিতে বলেছেন, ‘অসুস্থতার তীব্রতা সত্ত্বেও রোগীর বয়স বা অন্যান্য প্যাথলজিগুলির উপস্থিতিতে’ দেহে অ্যান্টিবডি থাকে।

ইতালির আইএসএস ন্যাশনাল হেলথ ইনিস্টিটিউটের সঙ্গে যৌথভাবে এই গবেষণা চালানো হয়েছে।

গত বছর হালকা লক্ষণ নিয়ে করোনায় আক্রান্তের পর শেষ পর্যন্ত যাদের জরুরি বিভাগে ভর্তি হতে হয়েছে এমন রোগীদের মধ্যে ১৬২ জনের ওপর গবেষণা চালানো হয়েছে।

করোনায় আক্রান্তের পর সুস্থ হয়েছেন এমন রোগীদের কাছ থেকে গত নভেম্বরে রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল। দ্বিতীয় দফায় গত মার্চ ও এপ্রিলে আবারও এসব রোগীর কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সময়ের সাথে সাথে নিস্ক্রিয় করতে সক্ষম এমন অ্যান্টিবডিগুলোর উপস্থিতি হ্রাস পেলেও এগুলো টিকেছিল... আট মাস পর পরীক্ষা শেষে মাত্র তিন জন রোগীর মধ্যে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া যায়নি।’

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত হওয়ার প্রথম ১৫ দিনের মধ্যে যাদের দেহে অ্যান্টিবডি তৈরি হতে পারেনি তাদের মধ্যে কোভিড-১৯ এর তীব্রতা বাড়ার ঝুঁকি অনেক বেশি।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়