ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘করোনা মহামারি বিপর্যয় ঠেকানো যেতো’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ১২ মে ২০২১  
‘করোনা মহামারি বিপর্যয় ঠেকানো যেতো’

করোনা মহামারির বিপর্যয়ের মাত্রা প্রতিরোধ করা যেতো। তবে দ্বিধান্বিত ও দুর্বল সমন্বয়ের ‘বিষাক্ত ককটেল’এর কারণে সতর্কবার্তা উপেক্ষিত হয়েছে।

দ্য ইন্ডিপেনডেন্ট প্যানেল ফর প্যানডেমিক প্রিপ্রেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স (আইপিপিপিআর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্বাধীন সংস্থাটি বলেছে, একের পর এক বাজে সিদ্ধান্তের কারণে করোনায় বিশ্বে ৩৩ লাখ মানুষ মারা গেছে এবং বিশ্ব অর্থনীতিকে বিপর্যয়ের মুখে ফেলেছে।

দীর্ঘ প্রতিক্ষিত চূড়ান্ত প্রতিবেদনটিতে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানগুলো মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে এবং বিজ্ঞান অস্বীকারকারী নেতারা স্বাস্থ্যখাতে হস্তক্ষেপের মাধ্যমে জনগণের আস্থা শেষ করে দিয়েছেন।

করোনার মহামারির বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সংস্থাটি ধনী দেশগুলোকে কোটি কোটি ডোজ টিকা দরিদ্র দেশগুলোকে দান করার আহ্বান জানিয়েছে। এছাড়া পরবর্তী মহামারির জন্য প্রস্তুতি হিসেবে নিবেদিত প্রাণ নতুন প্রতিষ্ঠান গঠণে ধনী দেশগুলোকে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়