ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভারতে এখন ‘নরকের পরিবেশ’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৯, ১২ মে ২০২১   আপডেট: ২১:৪৬, ১২ মে ২০২১
ভারতে এখন ‘নরকের পরিবেশ’

ভারতে বুধবার করোনায় মৃত্যুর সংখ্যা আড়াই লাখ পেরিয়েছে। সংক্রমণ এখন দেশটির বড় শহরগুলোতে থেমে নেই, ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চলেও।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ৪ হাজার ২০৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় ৩ লাখ ৪৮ হাজার ৪২১ জন আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে হাসাপাতালগুলোতে শয্য সংকট চলছে, দিশেহারা মানুষ অক্সিজেনের সিলিন্ডার চেয়ে টুইটারে আহাজারি করেছে। 

বিশেষজ্ঞদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বড় শহরগুলোর তুলনায় এখন ভারতের গ্রামাঞ্চলে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। চলতি সপ্তাহে মহারাষ্ট্রের মোট সংক্রমণের অর্ধেকই গ্রামাঞ্চলে। উত্তর প্রদেশে সংক্রমণের দুই তৃতীয়াংশ ঘটনাই গ্রাম এলাকাগুলোতে।

করোনা পরিস্থিতির কথা ভুলে গিয়েই একাধিক রাজ্য ভোট পরিচালনা করেছে নির্বাচন কমিশন। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পাশাপাশি উত্তর প্রদেশে পঞ্চায়েত নির্বাচনও হয়েছে। নির্বাচনের পর প্রায় ১২৫ জন ভোট কর্মী করোনায় মারা গেছে।

ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত দৃশ্যে দেখা গেছে, গ্রামের হাসপাতালগুলোতে মৃতদেহের ওপর কান্নায় আছড়ে পড়ছেন স্বজনরা। আবার কোনো কোনো হাসপাতালের ওয়ার্ডে কাতরাচ্ছেন রোগীরা,  দেখা নেই কোনো চিকিৎসকের।

বিহারের ভাগলপুরের একটি হাসপাতালে চিকিৎসক না থাকায় বাধ্য হয়ে এক গর্ভবতী নারীকে তার স্বামীর সেবা করতে দেখা গেছে। 

ওই নারীর ভাই ইন্ডিয়া টুডে টেলিভশনকে বলেছেন, ‘এখানে কোনো চিকিৎসক নেই, সে (তার বোন) এখানে সারারাত কাটিয়েছে, তার স্বামীর সেবা করছে।’

ওই হাসপাতালেরই বারান্দায় দুই সন্তান তাদের বাবার মৃতদেহ ধরে কাঁদছে। তাদের দাবি, যদি তাদের বাবাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হতো তাহলে হয়তো তাকে বাঁচানো যেতো।

উত্তর প্রদেশের বিজনুরের একটি হাসপাতালে এক নারীকে ডাস্টবিনের কাছে ফেলে রাখতে দেখা গেছে।

ওই নারীর সন্তান সুদেশ তিয়াগি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পরিস্থিতি এমন হলে মানুষ চিকি’সা পাবে কিভাবে? এটা এখন নরকের মতো হয়ে গেছে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়